Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

এক নজরে ইউনিয়নঃ

    (ক) ইউনিয়নের সিমানা - পূর্বে ফুলপুর, পশ্চিমে স্বদেশী, উওরে বিলডোরা, দক্ষিণে ফুলপুর।

    (খ) স্থাপন কাল - ১৯৬১ ।

    (গ) যোগাযোগ ব্যবস্থাঃ পাকা সড়ক (বাস, টেম্পু, জিপ, মটর সাইকেল)

    (ঘ) আয়তন - ১২.৮ বর্গকিলোমিটার

    (ঙ) লোকসংখ্যা - ২১,১৪৬ জন।

    (চ) গ্রামের সংখ্যা - ৩২ টি।

    (ছ) মৌজার সংখ্যা - ১২ টি।

    (জ) খানার সংখ্যা - ৪,৪৮২ টি। 

    (ঝ) হাট-বাজার - ৩টি।

    (ঞ) শিক্ষপ্রতিষ্ঠানের সংখ্যাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি, বেসরকারি প্রাথমিক  বিদ্যালয় ৩টি, বেসরকারি মাদ্রাসা ৫টি, 

        বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২টি।

    (ট) শিক্ষার হারঃ ৪৫%

    (ঠ) রাসত্মা ও সড়কের পরিমাণ - (১) পাকা ৭ কিলোমিটার (২) এইচ.বি.বি ২ কিলোমিটার (৩) কাঁচা ৬০ কিলোমিটার।

    (ড) খোয়ার ও খেয়াঘাটের সংখ্যা - (১) খোয়ার ৯ টি , (২) খেয়াঘাট ১ টি।

    (ঢ) নলকূপের সংখ্যা - (১) গভীর ২০ টি, (২) অগভীর নলকূপ ১৫০ টি (৩) তারা ৭২ টি,(৪) সুপার তারা- ২টি।

    (ন) জমির পরিমাণ - এক ফসলী ৪২০.২৫ হেক্টর, দুই ফসলী ৫১০.২০ হেক্টর, তিন ফসলী ৫২৫.৫৩ হেক্টর, আবাদ যোগ্য 

        পতিত জমি৭৬ হেক্টর,অনাবাদ যোগ্য পতিত জমি ৩৫০ হেক্টর।