ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
· আইন-শৃংখলা রক্ষাকরা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা হয়।
· স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা হয়।
· জনগনের সম্পত্তি যথা- রাসত্মা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, বিদ্যুৎ ইত্যাদি সংক্ষরন করা হয়।
· অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিনণ পদক্ষেপ গ্রহন করা হয়।
· স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ প্রদান করা হয়।
· জন্ম-মৃত্যু নিবন্ধন করা হয়।
· কৃষি, বৃক্ষরোপন, মৎস ও পশুপালন, স্বাস্থ্য, সেচ, যোগাযোগ ইত্যাদি কর্মকান্ড পরিচালনা করা হয়।
· পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো হয়।
· সব ধরনের শুমারী পরিচালনা করা হয়।
· জনপথের ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন করা হয়।
· কবরস্থান, শ্মশানঘাট, জনসাধারনের অন্যান্য সম্পত্তি রক্ষনাবেক্ষন ও পরিচালনা করা হয়।
· ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হয়।
· অপরাধমূলক ও বিপদজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ করা হয়।
· বিধবা, এতিম, গরিব ও দুঃস্থদের সাহায্য করা হয়।
· খেলা-ধুলার উন্নতি সাধন করা হয়।
· গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষনেরব্যবস্থা গ্রহন করা হয়।
· নাগরিকত্ব সনদপত্র, জন্ম-মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ প্রদান করা হয়।
· বাল্য বিবাহ, যৌতুক ইত্যাদি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করা হয়।
· জনগনের বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস