Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অর্ন্তগত গারো পাহাড়৷
বিস্তারিত

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অর্ন্তগত গারো পাহাড়গুলো অবস্থিত৷প্রতিটি পাহাড়ের উচ্চতা আনুমানিক ৫০ হতে ১০০ ফুট । এখানে পাহাড়ী মনোরম পরিবেশ বিদ্যমান। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসে । পাহাড়ের মনমুগ্ধকর পরিবেশে পর্যটকদের মন আকৃষ্ট করে।গারো পাহাড় ঘন বন-জঙ্গলে আচ্ছাদিত। এখানে এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমির আয়তন প্রায় ১০০ বর্গ কিলোমিটার। সমগ্র গারো পাহাড় অঞ্চলে এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে মূল্যবান শালগাছ জন্মায়। অসংরক্ষিত বনের সংখ্যা এবং আয়তনও কম নয়। এসব বনভূমিতেও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, বাঁশ, বেত প্রভৃতি জন্মায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেযোগ্য সেগুন এবং শাল।  বনভূমিতে নানা প্রজাতির পাখি, সরীসৃপ জীব, বন্য হাতি, ময়না এবং ধনেশ পাখিও প্রচুর দেখা যায়। এই পাহাড়ী বনভূমিতে নদ-নদীও রয়েছে অনেক। এরমধ্যে ভোগাইনিতাই সোমেশ্বরী ইত্যাদি উল্লেখযোগ্য।