Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জৈনাটি বাঁশতৈল শ্রী শ্রী কালী মন্দির
label.image.title
Institute Type
মন্দির
Head Of The Institute
অভয় লাল সরকার
Designation
সভাপতি
Mobile
01726548965
Address
জৈনাটী বাঁশতৈল, শাকুয়াই, হালুয়াঘাট, ময়মনসিংহ। গ্রামঃ শাকুয়াই বন্দেরপাড়া, পোঃ শাকুয়াই, উপজেলাঃ হালুয়াঘাট, জেলাঃ ময়মনসিংহ। হালুয়াঘাট উপজেলা সদর থেকে 25 কিঃ মিঃ দূরে অবস্থিত। ময়মনসিংহ হতে আসতে চাইলে হালুয়াঘাট এর গাড়ীতে করে নাগলা বাজার পর্যন্ত ভাড়া বাসে ৫০ টাকা। নাগলা থেকে ইজি বাইক বা মটর সাইকেল অথবা ভটভটি দ্বারা আসা যায়। সেক্ষেত্রে ভাড়া ৩০-৮০ টাকা পর্যন্ত হতে পারে।
History

মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। হিন্দু মন্দির একটি পৃথক স্থাপনা বা অন্য কোনো স্থাপনার অঙ্গরূপে প্রতিষ্ঠিত হতে পারে। হিন্দু মন্দিরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূর্তির উপস্থিতি। সাধারণত যে দেবতার মন্দির, মন্দিরের কেন্দ্রে সেই দেবতার মূর্তি স্থাপিত হয়। মন্দিরে প্রধান দেবতার পাশাপাশি অন্যান্য দেবতাও পূজিত হতে পারেন। অবশ্য কোনো কোনো মন্দির একাধিক দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত হয়; আবার কোথাও কোথাও মূর্তির বদলে প্রতীকের পূজা হয়ে থাকে।