এক সময় এখানে রাজ বাড়ী ছিল কিন্তু কালের বিবর্তনে বর্তমানে রাজবাড়ী সম্পূর্ন নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। বর্ষাকালে নদীর দুকূলে উপচে পড়া পানি আর শুকনো মৌসুমে নদীর পানি কমে দুকূলে চর জাগে। শাকুয়াই বাজারের পশ্চিম পাশে নদীতে বেড়িঁ বাঁধ দেওয়া হয়েছে। শাকুয়াই বাজারের পূর্ব পাশে নদীদে পাঁকা ঘাট করা হয়েছে। এখানকার লোকদের দীর্ঘদিনের দাবী এ নদীর উপরে ব্রীজ করার। এখানে একটি ব্রীজ হলে এখান থেকে ময়মনসিংহের দূরত্ত্ব্ কমবে ২০ কিঃমিঃ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS